Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

 

বিলাইছড়ি উপজেলার পটভূমি :

বিলাইছড়ি চাকমা শব্দ থেকে উৎপত্তি। চাকমা উপজাতীয় অর্থে বিলাই এর অর্থ বিড়াল আর ছড়ি এর অর্থ পাহাড় হতে প্রাবাহিত ঝর্ণা বা ছড়া। বিলাইছড়ি নামের সর্ম্পকে নির্ভরযোগ্য সঠিক তথ্য পাওয়া না গেলেও এলাকার বয়ো বৃদ্ধদের মতে বহু বছর পূর্বে অত্র এলাকা অরণ্য ঘেরা ছিল। একদা কিছু সংখ্যক পাহাড়ী লোক কাঠ কাটার উদ্দেশ্যে অত্র এলাকায় আসে এবং সে সময়ে এক বিরাট বন বিড়ালের মুখোমুখি হয়। বিড়ালের ভাবমূর্তি হিংস্র মনে করে তারা তাকে তাড়াবার চেষ্টা করলে বিড়ালটিও তাদেরকে আক্রমন করে এবং উভয়ের মধ্যে ধস্তাধিস্ত শুরু হয়। শেষ পর্যায়ে বিড়ালটিকে মেরে ফেলা হয়। পরে এই বিরাটকার বিড়ালটিকে পাড়ায় নিয়ে আসা হয়। পাড়া প্রতিবেশীরা এতবড় বন বিড়াল দেখে আর্শ্চয্য হয় এবং বিরাট সামাজিক অনুষ্ঠান করা হয়। এর পর থেকেই এলাকাটি বিলাইছড়ি নামে আখ্যায়িত হয়।

 

বিলাইছড়ি উপজেলার ভৌগলিক পরিচিতি :       

বিলাইছড়ি উপজেলাটি একটি দূর্গম পার্বত্য এলাকা। অসংখ্য ছোট বড় পাহাড়। সামান্য সমতল ভূমি এবং বহু পাহাড়ী ঝর্ণা তথা ছড়া নিয়ে এই উপজেলা গঠিত। এই উপজেলার পশ্চিমে রাজস্থলী ও কাপ্তাই উপজেলা। উত্তরে জুড়াছড়ি ও রাঙ্গামাটি সদর, পূর্বে জুড়াছড়ি উপজেলা ও ভারতের মিজোরাম, দক্ষিণে বান্দরবানের থানচি ও রোয়ংছড়ি উপজেলা।

বিলাইছড়ি উপজেলার ভৌগলিক অবস্থান ২২ ডিগ্রী ২৩ মিনিট ১৬ সেকেন্ড উত্তর অক্ষাংশ এবং ৯২ ডিগ্রী ৯৯ মিনিট ৯৪ সেকেন্ড পূর্ব দ্রাঘিমাংশ।

 

এক নজরে বিলাইছড়ি

১।

উপজেলার নাম

:

বিলাইছড়ি

২।

আয়তন

:

৭৪৬ বর্গ কি: মি: (প্রায়)

৩।

লোকসংখ্যা

:

২৮৫২৫ জন (২০১১)

৪।

ইউনিয়নের সংখ্যা

:

০৪টি

৫।

মৌজার সংখ্যা

:

০৮টি

৬।

গ্রামের সংখ্যা

:

 ৯০টি

৭।

কলেজ

:

নাই

৮।

মাধ্যমিক বিদ্যালয়

:

০১টি

৯।

নিম্নমাধ্যমিক বিদ্যালয়

:

০৩টি

১০।

সরকারী প্রাথমিক বিদ্যালয়

:

২০টি

১১।

বেসরকারী প্রাথমিক বিদ্যালয়

:

২৯টি

১২।

এবতেদায়ী মাদ্রাসা

:

০১টি

১৩।

মসজিদ

:

১১টি

১৪।

মন্দির

:

০২টি

১৫।

প্যাগোডা (ক্যাং)

:

৪২টি

১৬।

গীর্জা

:

০৬টি

১৭।

স্বাক্ষরতার হার

:

৪৫.৯০%

১৮।

মোট সড়ক পথ

:

২৫৬.১২কি: মি:

১৯।

পাকারাস্তা (এইচবিবিওআরসিসি)

:

১১.১৪কি: মি:

২০।

কাঁচা রাস্তা

:

২৪২.৯৮কি: মি:

২১।

হাট-বাজার

:

০৩টি